রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

india in pressure melbourne test

খেলা | একটা রান আউটই শেষ করে দিল ছন্দ, মেলবোর্ন টেস্টে তীব্র চাপে ভারত 

Rajat Bose | ২৭ ডিসেম্বর ২০২৪ ১২ : ৪৭Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ একটা রান আউটই দিল ছন্দ নষ্ট করে। বোলান্ডের বলটা মিড অনে ঠেলে কেন যে রান নিতে গেলেন যশস্বী?‌ দাঁড়িয়ে থাকা কামিন্স বলটা নিয়েই ছুঁড়ে দিলেন উইকেটকিপারের হাতে। ব্যস, ওখানেই শেষ একটা দুরন্ত জুটি। নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা কোহলি উইকেট ছেড়ে বেরোননি। বেরনোর কথাও নয়। যশস্বীকে বারণ করলেও তিনি এতটাই বেরিয়ে এসেছিলেন আর ফেরা সম্ভব হয়নি। 


এই ঘটনার কিছুক্ষণ পর আউট হয়ে গেলেন কোহলিও। ভারত ফের পড়ে গেল চাপে। ৫১ রানের ভিতর ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে অক্সিজেন জোগাচ্ছিলেন যশস্বী (‌৮২)‌ ও বিরাট (‌৩৬)‌। কিন্তু রান আউটই সব শেষ করে দিল। যশস্বীর পর নাইট ওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপও খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন। বিরাটও ফিরে গেলেন তার আগে। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ১৬৪/‌৫। উইকেটে রয়েছেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। ভারত এখনও পিছিয়ে ৩১০ রানে।


এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৭৪ রানে। শতরান করেন স্টিভ স্মিথ। কামিন্সের ব্যাট থেকে আসে ৪৯। দু’‌জনে সপ্তম উইকেটে যোগ করেন ১১২ রান। 


ভারতীয় বোলারদের মধ্যে বুমরা পেলেন চার উইকেট। সিরিজে ২৫ উইকেট হয়ে গেল তাঁর। আকাশ দীপ পান ২ উইকেট। জাদেজার শিকার তিনটি।


ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। অহেতুক পুল করতে গিয়ে ফিরে যান ভারত অধিনায়ক। যার কোনও দরকারই ছিল না। সহজ ক্যাচ ধরেন বোলান্ড। মাত্র ৩ রান করেছেন তিনি। এডিলেড, ব্রিসবেনের পর মেলবোর্নেও প্রথম ইনিংসে ব্যর্থ রোহিত। তাঁকে নিয়ে এবার সত্যিই ভাবার সময় হয়েছে নির্বাচকদের। রাহুলকে সরিয়ে ওপেনে এলেও রান পেলেন না তিনি। রোহিত ফিরলেও খেলাটা অনেকটা ধরে নিয়েছিলেন যশস্বী ও রাহুল। কিন্তু দলের রান যখন ৫১, কামিন্সের দুরন্ত ইনসুইঙ্গারে বোল্ড হয়ে গেলেন রাহুল (‌২৪)‌। এরপর নামেন বিরাট। চেনা ছন্দে লাগছিল তাঁকে। যশস্বীর সঙ্গে ইনিংসকে দাঁড় করানোর চেষ্টা করছিলেন। তৃতীয় উইকেটে যোগ হয়েছিল ১০২ রান। এরপরই যশস্বীর ওই হারাকিরি। রান আউটে শেষ সব। তার আগে ১১টি চার ও একটি ছয় মেরেছিলেন যশস্বী। আর বিরাটের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। অজি বোলারদের মধ্যে কামিন্স ও বোলান্ড নিয়েছেন দুটি করে উইকেট।


এখন ফলোঅন বাঁচানোই লক্ষ্য ভারতের। 


Aajkaalonlineindvsausmelbournetest

নানান খবর

নানান খবর

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া